• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মোংলা বন্দর জেটিতে ভিড়লো ১৪২ মিটার দৈর্ঘ্যের জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
মোংলা বন্দর জেটিতে ভিড়লো ১৪২ মিটার দৈর্ঘ্যের জাহাজ

১৯০ কন্টেইনার নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ৭.৫০ মিটার ড্রাফটের ও ১৪২ মিটার দৈর্ঘ্যের একটি বাণিজ্যিক জাহাজ। এম ভি পাকান্ডা এন্টিগুয়া' নামক বারমুডা পতাকাবাহী জাহাজটি শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান স্বাক্ষরিত মোংলা বন্দর কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এতথ্য জানানো হয়।

উপ-পরিচালক মো. মাকরুজ্জামান মুন্সি জানান, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন বাড়ছে। শুক্রবার (১০ জানুয়ারি) রূপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে বন্দর জেটিতে দুইটি কন্টেইনার জাহাজ এবং ১৮টি বাণিজ্যিক জাহাজ বন্দরের বহিনোঙ্গরে অবস্থান করছে। একই সাথে নিয়মিত পশুর চ্যানেল ও জেটি এলাকায় ড্রেজিংয়ের ফলে ৮ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে।

মোংলা বন্দরের হারবার বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩টি বাণিজ্যিক জাহাজের আগমন করে। ১০ হাজার ৩৮৬ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়, গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে ৫৬৩৭ টি গাড়ি আমদানি হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২,৮৪,৪৭১ মে.টন আমদানি-রফতানি করে ২১০ কোটি টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রবৃদ্ধি যথাক্রমে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের ক্ষেত্রে ২.৩০%, কার্গো ৯.৭২%, কন্টেইনার ১৬.৭৮% এবং গাড়ির ক্ষেত্রে ১৩% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2