• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে একাধিক বিয়ে করায় স্ত্রীর হাতে স্বামী খুন

প্রকাশিত: ১২:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে একাধিক বিয়ে করায় স্ত্রীর হাতে স্বামী খুন

চট্টগ্রাম মহানগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকায় একাধিক বিয়ে করাকে কেন্দ্র করে স্ত্রীর হাতে প্রাণ গেছে স্বামীর। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ মর্জিনার মার কলোনীতে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। 

পুলিশ জানায়, নিহত আলাউদ্দীনের চতুর্থ স্ত্রী নুর জাহান। ভিকটিম আলাউদ্দিন তার চতুর্থ  স্ত্রী নুর জাহানকে না জানিয়ে সম্প্রতি পঞ্চম বিয়ে করেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। তারই ধারবাহিকতায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে স্বামী আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে স্ত্রী নূর জাহান।পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এসময় অভিযুক্ত স্ত্রী নুর জাহানকে হেফাজতে নেয় পুলিশ, উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা।  

বিভি/এআই

মন্তব্য করুন: