• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সকালে হাঁটতে বের হয়ে প্রাণ গেলো নারীর 

প্রকাশিত: ১১:৫৫, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
সকালে হাঁটতে বের হয়ে প্রাণ গেলো নারীর 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। বৃহস্পতিবার (৮ মে) সকালে দামুড়হুদায় উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রোজিনা খাতুন একই এলাকার ব্যবসায়ী শামসুল আলমের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে হাঁটতে বের হন রোজিনা খাতুন। এসময় কার্পাসডাঙ্গার একটি ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক হৃদয় আলীকে আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: