• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ২৭ হাজার টিইইউএস

প্রকাশিত: ১৬:১১, ৪ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ২৭ হাজার টিইইউএস

ফাইল ছবি

চলতি বছরের শুরুতে চট্টগ্রাম বন্দরে এক মাসের ব্যবধানে কন্টেইনার হ্যান্ডলিং কমেছে ২৭ হাজার টিইইউএস। বন্দরের মাধ্যমে রফতানি ও আমদানি উভয় পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিংই কমেছে। তবে বন্দর কতৃপক্ষ বলছে, রমজানকে কেন্দ্র করে কার্গো জাহাজে পণ্য আমদানি বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং কিছুটা কমেছে।

বন্দরের তথ্যানুযায়ী, চট্টগ্রাম বন্দরে ফেব্রুয়ারি মাসে রফতানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৫ হাজার ৪৫০ টিইইউএস। যেটি জানুয়ারি মাসে ছিল ৭৫ হাজার ২৩৪ টিইইউএস। অর্থাৎ জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ৯ হাজার ৭৮৪ টিইইউএস রফতানি পণ্যবাহী কনটেইনার কম হ্যান্ডলিং হয়েছে।

ওদিকে একইভাবে কমেছে আমদানি পণ্যবাহী কনটেইনারও। ফেব্রুয়ারি মাসে আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭ হাজার ৫৫ টিইইউএস। যেটি জানুয়ারি মাসে ছিল এক লাখ ২৪ হাজার ৩৯ টিইইউএস। অর্থাৎ জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ১৬ হাজার ৯৮৪ টিইইউএস আমদানি পণ্যবাহী কনটেইনার কম হ্যান্ডলিং হয়েছে। সবমিলিয়ে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে প্রায় ১০ হাজার রফতানি ও প্রায় ১৭ হাজার একক আমদানি পণ্যবাহী কনটেইনার হ্যান্ডলিং কমেছে।

এদিকে বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, রমজানকে কেন্দ্র করে কার্গো জাহাজে পণ্য আমদানি বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং কিছুটা কমেছে। তবে মার্চে কনটেইনার হ্যান্ডলিং বাড়বে বলে জানান তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন: