৪টি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে সকাল-সন্ধ্যা হরতাল

ছবি: সংগৃহীত
চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ও সড়কপথ অবরোধ চলছে। জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা মেরে দিয়েছে বিক্ষুব্ধরা।
বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদ এবং চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
সোমবার সকাল আটটা থেকে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে; চলবে সন্ধ্যায় ছয়টা পর্যন্ত। বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ জেলার অন্তত ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের ওপর গাড়ি, গাছের গুড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করা হয়েছে।
হরতালের অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল সাড়ে আটটার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা মেরে দেয়। পরে মিছিলসহকারে যান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। পৌনে নয়টার দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে তার কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হলে তিনি জেলা ত্রাণ, দূর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে যান।
বিভি/এআই
মন্তব্য করুন: