ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

ফিলিস্তিনে নিরীহ মুসলিম জনতার ওপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর বনরুপা জামে মসজিদ মুসল্লী পরিষদের আয়োজনে বনরুপা থেকে বিক্ষোভ মিছিলটি করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শীদ, ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলার সভাপতি হোসাইন মালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙ্গামাটি জেলার সভাপতি শহিদুল ইসলাম শাফী প্রমুখ।
এসময় সমাবেশে বক্তারা বলেন, গাজায় মুসলমানদের রক্তের বন্যা বইছে। একদিকে মসজিদ ধ্বংস করা হচ্ছে, অন্যদিকে ভারতের মুসলমানরা জুলুম-নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিম উম্মাহর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চললেও বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে যা আমাদের চরমভাবে ব্যথিত ও বিক্ষুব্ধ করেছে। ইসরােইলি হত্যাকাণ্ড বন্ধে জরুরি উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান বক্তারা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: