কর্ণফুলী থেকে বন্য হাতি অপসারণের দাবিতে ফের বিক্ষোভ

চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বন্য হাতি অপসারণের দাবিতে আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ছয়টা থেকে কর্ণফুলী উপজেলার কেইপিজেড দৌলতপুর স্কুল এলাকায় পিএবি সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রীরা। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
বিক্ষোভকারীদের অভিযোগ, খাবারের সংকট ও হাতির বিচরণস্থল ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে চলে আসছে হাতি। যার ফলে আতঙ্কে দিন কাটছে এই এলাকার লোকজনের। এর আগে গত শুক্রবার কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওইদিন ভোরে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। সেসময় প্রশাসনের পক্ষ থেকে চারদিনের মধ্যে বন বিভাগের মাধ্যমে এসব বন্যহাতি অন্যত্র সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও চারদিন পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় আজ আবারো সড়কে নেমে বিক্ষোভ করছে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বাসিন্দারা।
এদিকে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে সেনাবাহিনীও।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: