• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

একদিনে এক হাসপাতালে ভর্তি ধর্ষণের শিকার দুই ভুক্তভোগী

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫০, ১৩ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:৫০, ১৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
একদিনে এক হাসপাতালে ভর্তি ধর্ষণের শিকার দুই ভুক্তভোগী

ভোলায় এক দাখিল পরীক্ষার্থী ১৬ বছরের তরুণী ও ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে (১১ এপ্রিল) নির্যাতনের শিকার ওই দুই শিশুকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার হাসাননগন ইউনিয়নের খাসমহল বাজার এলাকার দাখিল পরীক্ষার্থী শুক্রবার রাত ১১ টায় প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে যায়। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিবেশি ওমর কাজী (৩৫) মারধর করে জোরপূর্বক বাগানে তুলে নিয়ে ধর্ষণ করে। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতেই ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। অভিযুক্ত ওমর কাজী একই এলাকার বশির উল্যাহর ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

অন্যদিকে শুক্রবার বিকালে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিহাট এলাকায় ৫ বছরের এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে খালেক (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন শিশুর মা। অসুস্থ অবস্থায় রাতে ওই শিশুকেও ভোলার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতিতা শিশুর মা এ ঘটনায় সহায়তা করার জন্য হাবিব, বাপ্পি ও ফাহিম নামের আরও তিন কিশোরর নামে অভিযোগ করেন। ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন ভুকভোগী ও তাদের পরিবার।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভর্তির পর থেকে ভিকটিমদের যথাযথ চিকিৎসা দিচ্ছেন। দুইজনই বর্তমানে ভালো আছে। 

এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ  জানান, চরসামাইয়া ইউনিয়নের শিশু ধর্ষণের বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। এছাড়াও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও ভোলা পুলিশ সুপার জানান, বোরহানউদ্দিনে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে পুলিশ গ্রেফতারে মাঠে রয়েছে।তদন্ত সাপেক্ষে যে দোষী তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2