• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

‘এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের’

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৬, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘ভোটের অধিকার দেয়নি বলে আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। কিন্তু, স্বাধীনতার এতোগুলো বছর পরেও আজকে সেই ভোটের অধিকারের জন্য আমাদেরকে আবার লড়াই করতে হচ্ছে। অনেকেই বলছেন এই সরকার আমরা বসিয়েছি। এই সরকারের বিরুদ্ধেও আবার আমাদেরকে আন্দোলন করতে হয় তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। এটা আমরা অবশ্যই চাই না।’

রবিবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে নাটোরের শহরের একটি রেঁস্তোরায় বিএনপি ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির আয়োজনে পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব ও আহবায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরও বলেন, ড. ইউনূস সাহেব, যার সারা বিশ্বে পরিচিত আছে, বাংলাদেশেও আছে। আমরা আশা করবো, তার নেতৃত্বে অবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হবে। ঘোষণার মধ্যে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনেই ডিসাইড হবে যে, রাষ্ট্র পরিচালনায় কারা দায়িত্ব পাবে। পাশাপাশি পরাজিত যে ফ্যাসিবাদ আমরা বিদায় করেছি, সে কিন্তু বেশি দূরে না। সে সীমান্তের ওপারে অপেক্ষা করছে। মাঝে মাঝে তিনি এখনো বলে বেড়াচ্ছেন, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সেই ষড়যন্ত্রের জাল যেন আর বিস্তার না হয়, দেশটাকে আরেকটা অস্থিরতার মধ্যে ফেলে দিতে না পারে এই জন্যই আমরা চাই জনগণের ম্যানডেটে একটি নির্বাচন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2