২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, দুইজনের ২০ হাজার জরিমানা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেটে টাস্কফোর্সের অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে। এসময় দুই দোকান মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত এ অভিযানে নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ।
সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবিসূত্রে জানা যায়, ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেটে শুল্ক কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী ও খাদ্য সামগ্রী মজুত করেছে বিক্রয়ের জন্য এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদ এর নেতৃত্বে বিজিবি ও টাস্কফোর্সের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখানকার নিউ মোল্লা সু ও রুপসজ্জা ভ্যারাইটি স্টোর থেকে ২০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়। একই সাথে উক্ত নিউ মোল্লা সু এর মালিক আমজাদ হোসেনকে ১০ হাজার ও রুপসজ্জা ভ্যারাইটি ভ্যারাইটি স্টোর এর মালিক মিজানকে আরও ১০ হাজারসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে এসময় আরো উপস্থিত ছিলেন, বিজিবি সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মো. বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ ২০ জন বিজিবি সদস্য।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: