• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলো ২ আসামি

প্রকাশিত: ২০:১৭, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলো ২ আসামি

চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে দুই আসামি। এদের মধ্যে ইকবাল হোসেন ইমন হত্যা ও আরেকজন আনোয়ার হোসেন মাদক আইনের মামলার আসামি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে তারা পালিয়ে যায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যম মো. রাসেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই আসামির মধ্যে ইকবাল হোসেন ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার হোসেন সীতাকুণ্ড থানার একটি মাদক মামলার আসামি।

জানা গেছে, মামলায় হাজিরার নির্ধারিত দিনে মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিলো। হাজিরা শেষে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় সুযোগ বুঝে দুই আসামি পালিয়ে যান।

এ ঘটনার পর পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2