• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রোহিঙ্গা নারীকে সনদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত চেয়ারম্যান

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২০:০৪, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:০৪, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রোহিঙ্গা নারীকে সনদ দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত চেয়ারম্যান

রংপুরের বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক সাময়িক বরখাস্ত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার এক চিঠিতে ওই তথ্য জানা গেছে।

অভিযোগে জানা গেছে, এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় শেখ আবু বকর সিদ্দীকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে চূড়ান্তভাবে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মেকলিমা নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিয়েছেন। তদন্তে সুস্পষ্টভাবে তা প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার ইউনিয়ন আইন অনুযায়ী ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়। 

এ ব্যাপারে দামোদরপুর ইউপির চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক জানিয়েছেন, তিনি কোনো রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দেয়নি। স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দর্শনের নোটিশে তিনি জানতে পারেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2