• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নাটোরে আইনজীবীকে বেঁধে ডাকাতি

প্রকাশিত: ১২:২৪, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৩৯, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নাটোরে আইনজীবীকে বেঁধে ডাকাতি

নাটোরের লালপুরে বাড়ির পেছনের ফটক ভেঙ্গে আইনজীবী সাধন কুমার দাস এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের অস্ত্রের আঘাতে তিন জন আহত হয়েছেন। ডাকাতেরা বাড়ি থেকে তিন লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন পরিবারটি। 

বুধবার রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আইনজীবী সাধন কুমার দাসের ভাতিজা আহত রিপন কুমার জানান, রাতে ৮/১০ জন ডাকাত বাড়ির পেছনের ফটক ভেঙে  ঘরের ভেতরে ঢুকে পড়ে।  এসময় টাকা ও স্বর্ণালংকার নেয়ার সময় বাধা দিলে কাকা (সাধন কুমার দাস)(৪২)কে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে (রিপন)(৩২) কে ও ভাতিজার স্ত্রী সুমি (২৫)কে ও কুপিয়ে জখম করে টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সাধনকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর রিপন ও তার স্ত্রী সুমি লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই বাড়িটি পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করা হবে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2