• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুই দিনের রিমান্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ২১:০১, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
দুই দিনের রিমান্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর (৭৩) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও, একই  অপরাধে অন্য মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টা ৫৫ মিনিটে কাজী কেরামত আলীকে আদালতে তোলা হলে উভয় পক্ষের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও, অপর একটি মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ৬ এপ্রিল কাজী কেরামত আলীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরের দিন তাকে রাজবাড়ীতে নিয়ে আসা হয়। তাকে রাজবাড়ীর ঘটনায় শিক্ষার্থী রাজিব মোল্লার দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। রাজিব মোল্লার দায়ের করা মামলায় কাজী কেরামত আলী এজাহারনামীয় ২ নম্বর আসামি। সে সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর গত ১৭ এপ্রিল তার শুনানির তারিখ থাকলেও জজ কোর্টে নথি থাকায় শুনানির দিন পরিবর্তন হয়। আজ ২৮ এপ্রিল আবারো কাজী কেরামত আলীর শুনানির দিন ধার্য থাকলে তাকে আদালতে তোলা হয়। এসময় রাজিব মোল্লার দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিকাইল জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এছাড়াও রাজবাড়ী সদর থানায় জিসান খানের দায়ের করা মামলায় কাজী কেরামত আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত শিকদার। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, আজকে সাবেক এমপি কাজী কেরামত আলীর দুইটি মামলায় শুনানি ছিলো। রাজিব মোল্লার দায়ের করা জিআর-৩৩২/২৪ এই মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিলো। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়াও, জিসান খানের দায়ের করা জিআর ৩৩৪/২৪ মামলায় শোন এরেস্ট শুনানি ছিলো যা বিজ্ঞ আদালত শুনানিতে মঞ্জুর করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2