নীলফামারীতে সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ, ১ জনের মৃত্যু

ফাইল ছবি
নীলফামারীর উত্তরা ইপিজেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সনিক কোম্পানির দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে রংপুর মেডিকেলে সুইটি (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সুইটির ছোটবোন তাসকিয়ার (১৯) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উত্তরা ইপিজেড এলাকায় বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন। স্থানীয়রা তাদের দ্রুত রংপুর মেডিকেলের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করায়।
বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহীন শাহ জানিয়েছেন, তাদের দুইজনের শরীরের ৮৫ ভাগ পুড়েছে আগুনে। এর মধ্যে দুপুরে সুইটি চিকিৎসাধীন মারা যান আর ছোট বোন তাসকিয়া (১৯) এর অবস্থাও সংকটাপন্ন।
তাদের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়। বাবা বাবুল ইসলাম একজন কৃষক।
বিভি/এসজি
মন্তব্য করুন: