উপকূলে ৩৪ বছরেও শুকায়নি ৯১ এর ঘূর্ণিঝড়ের ক্ষত

ছবি: সংগৃহীত
উপকূলে ৩৪ বছরেও শুকায়নি ৯১ এর ঘূর্ণিঝড়ের ক্ষত। ভয়াবহ সেই রাতের বিভীষিকা এখনো ভুলতে পারেনি উপকূলবাসী। টেকসই বেড়িবাধের চাওয়া আজও পূরণ হয়নি কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লাখো মানুষের।
ভয়াল ২৯ এপ্রিল আজ। ৩৪ বছর আগে একানব্বইর এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে লণ্ডভণ্ড হয়েছিলো দেশের উপকূলীয় অঞ্চল। বেশি ক্ষতি হয় চট্টগ্রাম ও কক্সবাজারে। সরকারি হিসেবে প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয় সেই দুর্যোগে।
দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় উপকূলের হতভাগ্যদের। অরক্ষিত বেড়িবাধের পাশে ঝুঁকিপূর্ণ বসবাস দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষের। দীর্ঘদিনেও পুরণ হয়নি টেকসই বেড়িবাধের আকুতি। এখনো তাদের স্লোগান ত্রাণ নয় চাই টেকসই বেড়িবাধ।
বর্ষার আগেই বিধ্বস্ত ও ঝুঁকিপুর্ণ বাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ঊর্ধ্বতন মহলের কাছে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসের গভীর ক্ষতের ৩৪ বছরেও স্থানীয়দের প্রাণ ও সম্পদ রক্ষায় নির্মিত হয়নি টেকসই বাঁধ। তারা বলছেন, শুধু প্রকল্পের নামে অর্থের নয়ছয় হয়ছে। সাগরে ঢেউ ফুঁসতে দেখলেই আতঙ্ক ভর করে এ জনপদের মানুষের মনে।
বিভি/এআই
মন্তব্য করুন: