‘মানুষ যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাবে, এমন দেশ গড়তে চায় জামায়াত’
ছবি: সংগৃহীত
ধর্ম-বর্ণ নির্বিশেষে জামায়াত এমন দেশ গড়তে চায়, যেখানে মানুষ যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাবে, জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় ডা. শফিকুর রহমান আরও বলেন, আগে পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়ে উত্তীর্ণ হলে দেখার জন্য মানুষ বাড়িতে যেতো। এখন কিছু ছাত্র দেখলে বলে তোমরা আমাকে মাফ করো। মাদক, অস্ত্র ও মাস্তানিতে কিছু মাফিয়া গ্রুপ তাদের স্বার্থে এই ছাত্র বাচ্চাদের নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিভি/এআই




মন্তব্য করুন: