নিখোঁজের তিনদিন পর মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত
ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের তিনদিন পর এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) মধুখালী উপজেলার জাহারপুর ইউনিয়নের কোঠরাকান্দি বিলে অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক শেখ আল কালাম আজাদের মরদেহ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের মুখের একপাশে ও ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত শেখ আল কালাম আজাদ মধুখালীর মেগচামী ইউনিয়নের চরবামুনদি ইয়াসিন আলী দাখিল মাদরাসার ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা।
পরিবার জানায়, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বিল আড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হন আল কালাম আজাদ। এ ঘটনায় মামলা হলে পুলিশ আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার, শাশুড়ি ও রাসেল শেখ নামে একজনকে আটক করে।
বিভি/এআই
মন্তব্য করুন: