• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এক স্থানে বিএনপি-এনসিপিপন্থী শ্রমিকদের সমাবেশ, পুলিশ-নৌবাহিনী-কোস্টগার্ড মোতায়েন

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:০০, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এক স্থানে বিএনপি-এনসিপিপন্থী শ্রমিকদের সমাবেশ, পুলিশ-নৌবাহিনী-কোস্টগার্ড মোতায়েন

মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে একই সাথে বিএনপি ও এনসিপিপন্থী শ্রমিকেরা সমাবেশ ডাকায় দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ উদ্ভুত পরিস্থিতিতে ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শ্রমিক সংঘ মাঠে একই সময়ে দুই গ্রুপ সমাবেশ ডাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিক সংঘ চত্বরসহ শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে, সন্ধ্যার পর এনসিপির ব্যানারে একটি মিছিল করার চেষ্টা করলে অপর পক্ষের বাধার মুখে তারা পালিয়ে যায়। এর আগে বিকালে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি পন্থী শ্রমিকরা। সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী সংঘের আহবায়ক মোঃ আলা উদ্দিন দাবি করেন, মোংলা বন্দরকে অস্থিতিশিল করতে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি সেজে নানা অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, শ্রমিক সংঘের নেতৃত্বের দন্দে দুই গ্রুপ একই সময় একই জায়গায় সমাবেশ করায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে।

এদিকে শ্রমিকদের নেতৃত্ব নিয়ে বিশৃঙ্খলার ঘটনায় মোংলা বন্দর কতৃপক্ষের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, শ্রমিকদের এ ধরনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দেশে ও বিদেশে মোংলা বন্দরের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ ধরনের সৃষ্ট সমস্যার ফলে যদি মোংলা বন্দরে জাহাজ আগমন কমে যায়, তাহলে বন্দরের উপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক বেকার হয়ে সপরিবারে মানবেতর জীবন যাপনে বাধ্য হবে। সে সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্থ হবে। দেশের অভ্যন্তরে ও বিদেশে বন্দরের ভাবমূর্তি সম্পর্কিত বিধায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2