গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ডিউটিম্যান সাগর আহমেদ।
প্রথমে কোনবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানের কাজ শুরু করে। পরে যোগ দেয় আরো চারটি ইউনিট। ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত্র হয়ে তা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। তবে, আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বাতাসের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: