হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

ছবি: সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে উপজেলার বিরাট উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিরাট উজানপাড়া গ্রামের জজ মিয়া ও মুকিব মেম্বারের সাথে বাঁশহাটিয়া এলাকার মুজিবুর রহমান মেম্বারের বিরোধ চলে আসছিলো। আজ বৃহস্পতিবার সকালে মুজিবুর পক্ষের মিন্নত আলী নামে একজন ধান শুকাতে গেলে জজ মিয়ার লোকজন ধাওয়া দেয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে আহত হন উভয়পক্ষের অন্তত ৪০ জন।
পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বিভি/এআই
মন্তব্য করুন: