• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার সুন্দরবনে নদীপথে ৬২ জনকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করেছে বিএসএফ

প্রকাশিত: ১১:৫৮, ১০ মে ২০২৫

আপডেট: ১৩:০৭, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
এবার সুন্দরবনে নদীপথে ৬২ জনকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নদীপথ দিয়ে ৬২ জনকে বাংলাদেশে পুশ-ইনের খবর পাওয়া গেছে। শুক্রবার (৯ মে) দুদফায় সুন্দরবনের মান্দারবাড়ীয়া সীমান্ত নদী পথে দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করা হয় বলে জানিয়েছেন বনবিভাগ। তবে, সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের গুজরাট থেকে তাদেরকে ধরে এনে বাংলাদেশে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এবিএম হাবিবুল ইসলাম জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া সীমান্ত নদী পথে অনুপ্রবেশ করা ৬০ থেকে ৬২ জনকে মান্দারবাড়ীয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছেন। আরও কিছু সংখ্যক ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভিতর রেখে গেছেন।

হাবিবুল ইসলাম আরও জানান, বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। 
তবে এ ব্যাপারে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কোস্টগার্ডের কৈখালী স্টেশন সূত্রে জানা যায়, তারা এ বিষয়ে বন বিভাগের মাধ্যমে খবর পেয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: