• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে বরগুনার দুই স্কুল

সহিদুল ইসলাম স্বপ্ন, বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৯, ১০ মে ২০২৫

আপডেট: ১৭:০৪, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে বরগুনার দুই স্কুল

ছবি: সংগৃহীত

বিষখালী নদীর ভাঙণে অস্তিত্ব সংকটে বরগুনার ডালভাঙ্গা গ্রামের দু'টি স্কুল। ভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধের দাবি শিক্ষার্থীদের। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

কোমলমতি শিক্ষার্থীদের সামনে নদীর আগ্রাসী রূপ। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানটি নদীতে বিলীন হবার শঙ্কায় উদ্বিগ্ন বরগুনা সদরের ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা বি এম মাধ্যমিক ও সরকারি প্রাইমারি স্কুলের  শিক্ষার্থীরা। প্রতিবছর ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তি এখন চরমে। এতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি জানায়। 

ডালভাঙার এ পয়েন্টে ভাঙনের তীব্রতা অনুসন্ধানে দেখা যায়, নদীর ওপারে বাইনচটকি এলাকায় চর দখল করে গড়ে তোলা হয়েছে কয়েকটি অবৈধ ইটভাটা। এতে বাঁধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। 

এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্কুলরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বরগুনা জেলা প্রশাসক । 

শুধু ডালাভাঙ্গা পয়েন্ট নয়, বরগুনার ৮শ ৫ কিলোমিটার বেড়ি বাঁধের প্রায় ২০-২৫ টি পয়েন্ট বর্ষার সময় থাকে অতিঝুঁকিপূর্ণ। ভাঙ্গনপ্রবণ এ সব পয়েন্টে দ্রুত টেকসই বেড়ি বাধ চায় এলাকাবাসী।  
 

বিভি/এআই

মন্তব্য করুন: