• NEWS PORTAL

  • বুধবার, ১৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঝড়ে বটগাছ ভেঙে দোকানে থাকা নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১১:০০, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
ঝড়ে বটগাছ ভেঙে দোকানে থাকা নারীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় বটগাছ ভেঙে পড়ে চায়ের দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে ওই সময় চা দোকানি স্বামী খোকা মিয়া (৫০) না থাকায় বেঁচে গেছেন তিনি। শনিবার দিবাগত রাত আনুমানিক দশটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এসময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা। এরপরই প্রচণ্ড বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে দোকানের উপরে থাকা পুরনো বটগাছ ভেঙে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাপলা বেগমের। পরে স্বামী খোকা এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত্যু দেখতে পান।

এলাকাবাসীর অভিযোগ, বাজারে বহুদিন ধরেই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সতর্ক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল যান গোবিন্দগঞ্জ থানার (এসআই) হারুন অর রশীদ ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরী ডিউক ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: