• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বীরগ‌ঞ্জে সাতসকালে সড়কে ঝরলো ৩ প্রাণ‌

প্রকাশিত: ১০:০৮, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
বীরগ‌ঞ্জে সাতসকালে সড়কে ঝরলো ৩ প্রাণ‌

দিনাজপুরের বীরগঞ্জ উপ‌জেলার ২৯ মাইল এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে ঘটনাস্থ‌লে দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

সোমবার (১৯ মে) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে এ ঘটনা ঘ‌টে‌ছে।

নিহত‌দের ম‌ধ্যে দুইজ‌নের নাম পরিচয় জানা গে‌ছে। একজন হ‌লেন, মাই‌ক্রোবাস চালক আ‌রিফুল ইসলাম মা‌নিক। অপরজ‌নের নাম দে‌লোয়ার। আহত‌দের নাম প‌রিচয় জানা যায়‌নি।

বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2