• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

আওয়ামী লীগ নেত্রী লায়লা পারভিন সেঁজুতিকে কারাগারে প্রেরণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
আওয়ামী লীগ নেত্রী লায়লা পারভিন সেঁজুতিকে কারাগারে প্রেরণ

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর আড়াইটার দিকে তাকে তার সাতক্ষীরা শহরের হাটের মোড়ের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক ও ১৯৯৬ সালে নিজ পত্রিকা অফিসে সন্ত্রাসীদের গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দিনের কন্যা এবং চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদের স্ত্রী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানান, জেলা আওয়ামী লীগের নেত্রী লায়লা পারভিন সেঁজুতি চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শহরের বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত সদর উপজেলার আলীপুরের আলাউল ইসলামের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ভোর আড়াইটার দিকে তাকে তার হাটের মোড়ের বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাকে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. জিএম লুৎফর রহমান জানান, সংশ্লিষ্ট মামলার নথি জজ কোর্টে থাকায় আজ সেজুতির জামিন শুনানী করা সম্ভব হয়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2