• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১৪১ মিলি মিটার বৃষ্টিতে জলজট রংপুরে

প্রকাশিত: ১৮:৪৯, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
১৪১ মিলি মিটার বৃষ্টিতে জলজট রংপুরে

ছবি: সংগৃহীত

এক রাতের ভারী বৃষ্টিপাতে রংপুর নগরীতে জলজট দেখা দিয়েছে। জলজটের কারণে বিভিন্ন পাড়া-মহল্লায় পানি বন্দী হয়ে পড়েছেন বাসিন্দারা। শ্যামাসুন্দরী খাল দিয়ে বৃষ্টির পানি বয়ে যেতে না পারায় নগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। 

জানা যায়, গত ২৪ ঘন্টায় রংপুর জেলায় ১শ ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করে লালবাগ, খামার মোড়, মুসলিমপাড়া, কামারপাড়া, বাবুখাঁ, মাস্টারপাড়া, বালাপাড়াসহ নগরীর পুরনো ১৫টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার রাস্তাঘাট এক থেকে তিনফুট পানিতে ডুবে গেছে। অনেকের ঘরবাড়ি ও গুদামে পানি ঢুকে পড়ে মূল্যবান আসবাবপত্র-সরঞ্জমাদি নষ্ট হয়ে গেছে। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বর্ষার আগে ড্রেন পরিস্কার না করায় নগরীতে স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেই সাথে শ্যামাসুন্দরী খালে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করা হয়নি। ফলে বৃষ্টির পানি ড্রেন দিয়ে নিস্কাশন না হয়ে উল্টো ড্রেনের পানি জমছে রাস্তায়। 

রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ নুর আলম বলেন, সিটি কর্পোরেশনের সকল ছোট ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। বড় ড্রেনগুলো পরিস্কারের জন্য টেন্ডার হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে বড় ড্রেনগুলোও পরিস্কার হয়ে যাবে। এছাড়া শ্যামাসুন্দরী খাল পরিস্কার কার্যক্রম চলছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: