‘এতো রক্তপাত ও আন্দোলনের উদ্দেশ্য ছিল নির্দলীয়-নিরপেক্ষ নির্বাচন’

ছবি: আসাদুল হাবিব দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, এতো রক্তপাত, এতো আন্দোলনের উদ্দেশ্য ছিলো নির্দলীয়, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন।
বুধবার (২১ মে) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুলু বলেন, এই অন্তর্বর্তী সরকার এসেছিলো নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে। কিন্তু সেই পরিবেশের আলামত এখন দেখা যাচ্ছে না।
দীর্ঘ ১৭বছর পর উপজেলার শহীদ আবু সাঈদ মিলনায়তনে উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনটি হয়। উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম প্রধানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
বিভি/এআই
মন্তব্য করুন: