• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টানা তিন ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন পুরো নোয়াখালী শহর

প্রকাশিত: ১৯:২০, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
টানা তিন ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন পুরো নোয়াখালী শহর

ছবি: সংগৃহীত

টানা তিন ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন পুরো নোয়াখালী শহর। সড়কে পানি জমে এবং দোকানপাটে পানি ঢুকে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ। ড্রেন পরিস্কার ও সংস্কার না করায় এমন দুর্ভোগ বলে অভিযোগ শহরবাসীর।

মঙ্গলবার (২০ মে) রাতে টানা বৃষ্টি হয়। এতেই শহরের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। দোকানপাট, বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। আজ (২১ মে) সকাল থেকেও থেমে থেমে হচ্ছে বৃষ্টি। এতে উদ্বিগ্ন স্থানীয়রা।

বৃষ্টির পানিতে জেলা শহর মাইজদীর প্লাট রোড, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক, জজ কোর্ট সড়ক, বড় মসজিদ রোড, জেলখানা রোড, প্রধান সড়কের দু'পাশ পানির নিচে। এছাড়া হাউজিং, কৃষ্ণরামপুর, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, মাস্টারপাড়া, খন্দকার পাড়া এলাকার বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি।

খালগুলো দখল আর ময়লা-আবর্জনা ফেলায় মৃতপ্রায়। ফলে বৃষ্টি হলেই পুরো শহর ডুবে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের সমাধান চান শহরবাসী। তিন ঘন্টায় জেলায় ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস যা বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। আগামী পাঁচদিন জেলায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও  জানানো হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2