• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কুষ্টিয়ায় বালুভর্তি ড্রাম ট্রাক চাপায় ২ যুবক নিহত

প্রকাশিত: ২১:০২, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
কুষ্টিয়ায় বালুভর্তি ড্রাম ট্রাক চাপায় ২ যুবক নিহত

কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় তুষার ও রাব্বি নামে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আহসান হাবিব তুষার(৩৫) ও রাব্বি হোসেন (৩০) নামের দুই যুবক মোটরসাইকেলযোগে কোরবানির ছাগল কেনার উদ্দেশ্যে মিরপুর পশুর হাটের উদ্দেশে যাওয়ার পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের বিজিবি সেক্টরের সামনে পৌছলে পেছন থেকে দ্রুতগতিতে আসা অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তুষার ও রাব্বির মোটর সাইকেলটি রাস্তায় ছিটকে পড়ে। এসময় পিছন দিক থেকে মিরপুরে দিকে বেপরোয়া গতিতে যাওয়া বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হন তারা। এ সময় ঘটনাস্থলেই মারা যান আহসান হাবীব তুষার। আশঙ্কাজনক অবস্থায় রাব্বিকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেলারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধী অবস্থায় সন্ধা ৬টায় রাব্বি হোসেনের মৃত্যু হয়।

নিহত তুষার ঝিনাইদহের একটি ফিড কারখানায় চাকরি কর এবং তার বন্ধু রাব্বি ছিলেন মুদি দোকানি। নিহতেরা কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করে পুলিশ।

রাব্বির চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানায় কোরবানির গরু কিনতে মিরপুর পশুহাটে যাওয়ার পথে বিজিবি সেক্টরের সামনে তারা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে ড্রাম ট্রাকের চাপায় মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম জানান, বিকেলে বিজিবি সেক্টরের সামনে মোটরসাইকেল দুর্ঘটনা ও ড্রাম ট্রাম চাপায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।


 

বিভি/এআই

মন্তব্য করুন: