• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজবাড়ীতে কৃষক লীগের সভাপতি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি  

প্রকাশিত: ১১:৩৩, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে কৃষক লীগের সভাপতি গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় রাজবাড়ী সদর থানা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজুকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আল মামুন আরজু রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামের মৃত আ. আজিজের ছেলে। সে রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বিকাল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। ওইদিন বিকালে আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশে তারাবোমা নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। এছাড়া আন্দোলনকারীদের বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়।

পরে এ ঘটনায় গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বড়পুলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজীব মোল্লার দায়ের করা মামলায় সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আরজুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: