• NEWS PORTAL

  • রবিবার, ২৫ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অপহরণের ৫ ঘণ্টার মাথায় শিশু উদ্ধার, গ্রেফতার দুই অভিযুক্ত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৫২, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
অপহরণের ৫ ঘণ্টার মাথায় শিশু উদ্ধার, গ্রেফতার দুই অভিযুক্ত

নরসিংদীর মাধবদীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে ভিকটিমকে উদ্ধার ও জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) মাধবদী থানায় দায়ের হওয়ার পর অভিযান চালায় পুলিশ এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। অপহরণ হওয়া শিশুটির নাম তানিশা তাসনিম (৪)। সে নরসিংদী জেলার মাধবদী থানাধীন কাঠালিয়া এলাকার কাউছার মিয়ার মেয়ে। 

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে একই দিন সাড়ে ৭ টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার উত্তর আজীবপুর থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার সকাল ১০ টার দিকে অপহরণ করে নিয়ে যায় এবং দুপুর ২ টার দিকে বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে ৫ ঘন্টার পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ আফছার (২৮) ও ফাতেমা ওরফে ফারজানা (২২) নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা দুজনেই চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পূর্ব কালুচো এলাকার বাসিন্দা। তাদের হেফাজত থেকে মুক্তিপণ দাবির কাজে ব্যবহৃত একটি লাল-কালো রঙের বাটন মোবাইল জব্দ করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘মামলা দায়ের করার ৫ ঘন্টার মধ্যে আমরা মেয়েটিকে অক্ষত অবস্থা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন: