রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৫

রাজবাড়ীর কালুখালীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি একনলা বন্দুক, ২ টি ওয়ান শুটার গান, একটি ৯ এমএম বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি, ২ টি বিদেশি মদের বোতল, ১ টি কাঠের তৈরি হকিস্টিক, ১ টি বেটন,ইসলামী ব্যাংকের ২টি চেক বই, ৩ টি পার্সপোট,৩ টি স্মার্টফোন, বাটন মোবাইল ৩ টি, ৩ টি জাতীয় পরিচয়পত্র, ১ টি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড, ১ টি খুর, ১ টি চাকু, ১ টি লেজার লাইট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
শনিবার (২৪মে) ভোর রাতে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের জামালপুর মুড়িকাটা গ্রামে মোঃ মজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কালুখালী উপজেলা সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত কেচমত আলীর ছেলে মো. মজিবর রহমান (৬৭), মোঃ মজিবুর রহমানের ছেলে মো. আবু সায়েম (৩০), মজিবুর রহমানের স্ত্রী মোছা. সাজেদা খাতুন(৫৩), একই ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের লালচাঁন আলীর ছেলে মোঃ জসিম মন্ডল(৩৪) ও মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মো. হাসেম আলী মোল্লার ছেলে মো. সুলতান আলী মোল্লা (৩৭)।
জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশকে সাথে নিয়ে ভোররাতে যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা মজনু গ্রুপের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজী এবং ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলো বলে স্থানীয় সূত্রে জানা যায়।
অভিযান শেষে গ্রেফতাররকৃত আসামীদের এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি পরবর্তী আইনি কার্যক্রম সম্পূর্ণের জন্য কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: