• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৭, ৪ জুন ২০২৫

ফন্ট সাইজ
বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার নিহত

নাটোরের দত্তপাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার রবিউল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ট্রাকের চালক আশরাফুল আলম। নিহত রবিউল ইসলাম (২০) চাঁপাইনবাবগঞ্জ জেলার সোরজুন এলাকার আব্দুস সালামের ছেলে। আর আহত চালক আশরাফুল আলম (৫০) একই জেলার গোমস্তাপুর এলাকার মুকবুল হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, নাটোরের দত্তপাড়া এলাকায় ট্রায়ার ব্রাস্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এরফান গ্রুপের একটি ট্রাক দাঁড়িয়ে যায়। পরে ট্রাকের চালক ও হেলপার ট্রায়ার পরিবর্তন করার সময় পিছন থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাস সোয়াইল পরিবহন ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় হেলপার রবিউল। আহত অবস্থায় ফায়া সার্ভিসের সদস্যরা চালক আশরাফুল আলমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2