ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি
ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট; থেমে থেমে চলছে গাড়ি; ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে ঈদে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি এলাকা ও ভোগড়া বাইপাস থেকে সালনা তিন কিলোমিটার, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশপাশের ৫ কিলোমিটার এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় রাতভর থেমে থেমে যানজট পরিস্থিতি তৈরি হয়।
সকালে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও স্টেশন এলাকাগুলোতে যানবাহনের ধীরগতি থাকায় যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন। গাজীপুরের বাকি ৫০ ভাগ পোশাক কারখানায় ছুটি হওয়ার পর বিকালে বাড়বে যানবাহনের চাপ। বেশিরভাগ কারখানায় নিজেদের পরিবহন ব্যবস্থা রেখেছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে রয়েছেন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। রাতের মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি। সকালে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানবাহন চলছে ধীরগতিতে। মহাসড়কের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বসানো হয়েছে।
বিভি/এআই




মন্তব্য করুন: