• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরলো ৩ প্রাণ

প্রকাশিত: ১১:২২, ৫ জুন ২০২৫

আপডেট: ১২:০৬, ৫ জুন ২০২৫

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ঝরলো ৩ প্রাণ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী।

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে নবীনগর- কোম্পানিগঞ্জ সড়কের উপজেলার বাঁশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী আবুল কাসেম, অটোরিক্সাচালক সোহাগ মিয়া ও ফেনীর দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুরুল আলম।

পুলিশ জানায়, অটোরিকশাটি কুমিল্লার কোম্পানিগঞ্জ যাওয়ার পথে বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2