• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

পরকীয়ার বলি দেড় বছরের কন্যা সন্তান, মা গ্রেফতার

সত্যজিৎ দাস ধ্রুব,ভৈরব

প্রকাশিত: ১৩:৪১, ৮ জুন ২০২৫

আপডেট: ১৪:২১, ৮ জুন ২০২৫

ফন্ট সাইজ
পরকীয়ার বলি দেড় বছরের কন্যা সন্তান, মা গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের মেয়ে নুসরাতকে গলা টিপে হত্যার অভিযোগে মাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১ টায় পৌর শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকা থেকে মা আয়েশা খাতুনকে (২৫) গ্রেফতার করা হয়। অভিযুক্ত মা আয়েশা বেগম ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে ও নরসিংদী বেলাব থানার নিলক্ষীয়া গ্রামের ওমর ফারুকের স্ত্রী।

এদিকে, পরকীয় প্রেমিক আলমগীর মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। রবিবার (৮ জুন) দুপুরে নিহতের দাদা আবুল কালাম মা ও প্রেমিক আলমগীর মিয়াকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।

থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ১ মাস আগে পরকীয়া প্রেমিক আলমগীর মিয়ার সঙ্গে পৌর শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে শাহীন কবীরের বাড়িতে ভাড়ায় উঠেন আয়েশা। ঈদুল আজহা উপলক্ষে পরকীয়া প্রেমিকাকে ভাড়া বাড়িতে রেখে আলমগীর তার নিজবাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর এলাকায় যায়। শনিবার সন্ধ্যা ৭টায় মা আয়েশা খাতুন চিৎকার চেচামেচি করে দেড় বছরের মেয়ে নুসরাতে মৃত্যুর খবর প্রতিবেশীসহ বাড়ির মালিককে জানায়। এদিকে, শিশুটির অস্বাভাবিক মৃত্যু ভেবে মা আয়েশা খাতুনকে পুলিশে তুলে দেন বাড়ির মালিক শাহীন কবীর।

এ বিষয়ে বাড়ির মালিক শাহীন কবীর বলেন, আয়েশা খাতুন ও আলমগীর হোসেন স্বামী স্ত্রীর পরিচয়ে আমার বাড়িতে ১ মাস আগে ভাড়ায় আসেন। আলমগীর বাড়ির পাশে একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করেন। আয়েশা খাতুনকে তার দ্বিতীয় স্ত্রী বলে আমাদের সাথে পরিচয় করিয়ে দেন আলমগীর। দেড় বছরের শিশু সন্তানটিও তার মেয়ে নয় বলে আমাদের অবগত করেছিলেন। ঈদের দিন শনিবার সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ চিৎকার করতে করতে আয়েশা বেগম বলেন তার সন্তান নেই। প্রথমে ভেবেছিলাম হারিয়ে গেছে। আমি বাড়ি পাশে আঙ্গিনায় ও ডুবায় খুঁজতে থাকি। পরে আয়েশা তার সন্তান মরে গেছে বলে আমাদের জানায়।

এদিকে শিশু নুসরাতের মৃত্যুটি আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। শিশুটিকে বিকালে হাসিখুশি দেখেছি এমনকি অসুস্থও ছিল না। আমাদের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দিয়ে নিয়ে আসি। তারা এসে শিশুটির মরদেহ উদ্ধার করে সাথে মাকেও থানায় নিয়ে যায়। পুলিশ বলতে পারবে হত্যার আসল কারণ। শিশুর মৃত্যুর পর জানতে পারি আয়েশা আলমগীর এর স্ত্রী নয়।

এ দিকে শিশুটির পিতা শিশুটির পিতা ওমর ফারুককে গত দেড় মাস ধরে নিরুদ্দেশ রয়েছেন।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ ফুয়াদ রুহানি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি ও মাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, শিশুর মা পরকীয়া সম্পর্কের জেরে তার দেড় বছরের সন্তান নুসরাতকে গলা টিপে হত্যা করেছে। প্রাথমিকভাবে শিশুটির মা হত্যার দায় স্বীকার করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2