কিশোরগঞ্জে বিএনপির ৫০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

তারেক রহমানের অঙ্গীকার পাঁচ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ। এই কর্মসূচি বাস্তবায়নে কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান।
'গ্রিন কিশোরগঞ্জ, গ্রেট কিশোরগঞ্জ'-এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৮ জুন) বিকালে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ মুক্তমঞ্চে জনসাধারণের মাঝে তিনি বিভিন্ন ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা তুলে দেন।
এ সময় ব্যারিস্টার আতিক বলেন, তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে দলের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। এরইমধ্যে কিশোরগঞ্জকে সবুজ সমারোহে ভরে তুলতে জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের কাজ শুরু করেছেন।
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে ব্যারিস্টার এম আতিকুর রহমানের সাথে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: