• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং 

প্রকাশিত: ১৫:০০, ৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং 

বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং আয়োজন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা।

বৃহস্পতিবার (০৩ জুলাই) পৌর শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। 

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ,কে,এম গোলাম কবির কামাল (সাবেক জি,এস), ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল (সাবেক ভিপি), সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া (সাবেক ভি,পি), মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. উম্মে সালমা মায়,  ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ (সাবেক এ.জি.এস), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন (সাবেক এ,জি, এস), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি প্রমুখ। 

এসময় প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন আবু সাঈদ তাহমিদসহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, এই বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। চূড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া চূড়ান্ত বিজয় সম্ভব নয়, আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলেই শহিদের আত্মা শান্তি পাবে। 


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2