নরসিংদীতে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানী অপারেশন

নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দিতে নব দিগন্ত ক্লাবের উদ্যোগে শনিবার (৫ জুলাই) সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত টা পর্যন্ত গাক চক্ষু হাসপাতাল এর তত্ত্বাবধানে, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল- বাংলাদেশ অফিসের অর্থায়নে ফ্রি চক্ষু ক্যাম্প ও বিনামূল্যে ছানী অপারেশনের আয়োজন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) ৯টায় ক্যাম্পেইন উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান ভূইয়া, সহযোগী অধ্যাপক, নরসিংদী সরকারী কলেজ।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন নব দিগন্ত ক্লাবের বোর্ড অব ডিরেক্টর এর সদস্য-মুহাম্মদ মোশারফ হোসেন, রফিকুল ইসলাম সরকার ও মাসিহুর রহমান আফরাদ, আজকের ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৩০০ এর অধিক চক্ষু রোগীকে চক্ষু সেবা দেওয়া হয়েছে এবং ৩০ জনের মতো রোগীর বিনামূল্যে ছানী অপারেশন এর জন্য ঢাকায় গাক চক্ষু হাসপাতালের দায়িত্বে নেওয়া হয়েছে। উক্ত ক্যাম্পের সকল আয়োজন বাস্তবায়নে নব দিগন্ত ক্লাবের সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন।
বিভি/এআই
মন্তব্য করুন: