• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নোয়াখালীতে ভারি বর্ষণ, শহর-গ্রামে জলাবদ্ধতা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নোয়াখালীতে ভারি বর্ষণ, শহর-গ্রামে জলাবদ্ধতা

রাস্তা পারাপারের সময় জুতা হাতে নিয়ে হাঁটছে এই কিশোর।

টানা ভারি ভর্ষণে ফের জলমগ্ন হয়ে পড়েছে নোয়াখালী। বৃষ্টির পানি জমে শহর ও গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ৩ দিনের থেকে থেমে থেমে এবং গতকাল থেকে টানা বৃষ্টি হয়। জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসা-বাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ-হোষ্টেল পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও ওঠে গেছে পানি।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলা শহরে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এই বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শহর জলমগ্ন হওয়ার বিষয়টি নতুন কিছি নয়। শহরের ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া এবং খালগুলো দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত আবাসন ও দোকানপাট গড়ে তোলার ফলে বৃষ্টির পানি কোথাও যেতে পারে না। করার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে শহর তলিয়ে যাচ্ছে। শহরের পাশাপাশি গ্রামেও একই অবস্থার কথা জানান স্থানীয় বাসিন্দারা।

জলাবদ্ধতার এমন পরিস্থিতি দেখে গেল বছরের ন্যায় এবারও জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2