• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টানা বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০১, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
টানা বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসের শঙ্কা

টানা বর্ষণে খাগড়াছড়ির নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং চলছে। ইতিমধ্যে প্রশাসন সহস্রাধিক মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে। 

টানা বর্ষণে জেলার বিভিন্ন স্থানে ছোট-খাটো পাহাড় ধসের খবর পাওয়া গেছে। প্রশাসনকে সহযোগিতা করছে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, জেলায় শতাধিক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সকর্ত করে মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হাজারখানেক মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রিতদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। তিনি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানান। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2