চট্টগ্রামের কর্ণফুলীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যা গোয়ালপাড়া এলাকার একটি রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিক ধারণা বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: