• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সমুদ্রে নিখোঁজের ঘটনায় আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬:১১, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সমুদ্রে নিখোঁজের ঘটনায় আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় আরেক শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অরিত্র হাসান নামে আরও এক শিক্ষার্থী। 

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের সমিতি পাড়া সমুদ্র সৈকতে মরদেহটি ভেসে আসে। নিহত শিক্ষার্থী বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

এর আগে গতকাল কক্সবাজার সমুদ্রে সৈকতের হিমছড়ি পয়েন্ট গোসল করতে নেমে তিন বন্ধু স্রোতের টানে ভেসে যায়। এ সময় পানিতে ডুবে কে এম সাদনান রহমান সাবাব নামে শিক্ষার্থীর মৃত্যু হয়। নিখোঁজ থাকে আরও দুই শিক্ষার্থী। 
কক্সবাজার বিচ কর্মীদের ইনচার্জ মাহবুব বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীদের মধ্যে আসিফ আহমেদের মরদেহ সমিতি পাড়া উপকূল এলাকা থেকে উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2