শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

মুন্সীগঞ্জের শ্রীনগরের খাহ্রা গ্রামে বিষধর সাপের কামড়ে প্রাণ গেছে ৬ বছর বয়সী এক শিশুর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ওসমান গনি। ওসমান গনি বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা জামে মসজিদের ইমাম মুফতি সোলায়মান নূরীর একমাত্র পুত্র।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে নিজ ঘরের মেঝেতে বসে খাচ্ছিল ওসমান। সে সময় একটি বিষাক্ত সাপ হঠাৎ তার পায়ে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত দুইটার দিকে মারা যায় সে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: