চট্টগ্রামে আবারও নালায় পড়ে শিশুর মৃত্যু

ফাইল ছবি
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় নালায় পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে নগরীর হালিশহর এ ব্লক এলাকায় নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়।
স্থানীয়রা জানান, দুপুরে খেলতে গিয়ে উন্মুক্ত নালায় পড়ে যায় শিশুটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলে বিকাল পৌনে ৪টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে গত ১৮ এপ্রিল রাত আটটার দিকে নগরীর কাপাসগোলার হিজড়া খালে রিক্সা থেকে পড়ে নিখোঁজ হয় ছয় মাস বয়সী এক শিশু। প্রায় ১৪ ঘণ্টা পর পরদিন সকালে নগরীর চাক্তাই খাল থেকে উদ্ধার করা হয় নিখোঁজ শিশু সেহরিশের নিথর দেহ। বর্ষা মেৌসুমে জলাবদ্ধতার কারণে মূল সড়ক ও নালা একাকার হয়ে যাওয়ায় প্রতি বর্ষায় নালায় ডুবে প্রাণহানি বাড়ছে চট্টগ্রামে।
বিভি/এআই
মন্তব্য করুন: