• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্টেডিয়ামের গ্যালারির নিচে থেকে কিশোরের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
স্টেডিয়ামের গ্যালারির নিচে থেকে কিশোরের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়ায় জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচে পরিত্যক্ত একটি কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারির নিচে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন মাঠপাড়া এলাকার বাসিন্দা মামুন হাওলাদারের ছেলে।

সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হরি চাঁদ জানান, স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণেই কিশোরটি মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2