• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রামে ১৪ ঘণ্টা পর চাক্তাই খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮:৪৮, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে ১৪ ঘণ্টা পর চাক্তাই খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় নালায় পড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। 

বুধবার (৯ জুলাই) দুপুরে মহানগরীর হালিশহর এ ব্লক এলাকায় নালায় পড়ে শিশুটি নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান,  খেলতে গিয়ে উন্মুক্ত নালায় পড়ে যায় শিশুটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। বিকাল পৌনে চারটার দিকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এর আগে, গত ১৮ এপ্রিল  রাত আটটার দিকে মহানগরীর কাপাসগোলার হিজড়া খালে রিক্সা থেকে পড়ে নিখোঁজ হয় ছয় মাস বয়সী এক শিশু। প্রায় ১৪ ঘণ্টা পর চাক্তাই খাল থেকে উদ্ধার করা হয় মরদেহ।

বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে মূলসড়ক ও নালা একাকার হয়ে যাওয়ায় প্রতি বছর নালায় ডুবে প্রাণহানি বাড়ছে চট্টগ্রামে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2