• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইঁদুর দমনের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ গেলো নারীর 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ইঁদুর দমনের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ গেলো নারীর 

সাতক্ষীরার শ্যামনগরে মুরগীর ফার্মে ইঁদুরের উপদ্রব দমন করতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আরিফা রূপবান (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে নূর ইসলাম ঢালীর মুরগীর ফার্মে এই দুর্ঘটনা ঘটে আরিফা রূপবান ওই গ্রামে জহুর আলী মোল্যার স্ত্রী। 

স্থানীয়রা জানান, সাংসারিক প্রয়োজনে দুপুরের দিকে আরিফা তার প্রতিবেশীর বাড়ি যাওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই আরিফার মৃত্যু হয়।   

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ন কবির মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2