জেলা পরিষদ চেয়ারম্যানের গোপন কক্ষে মিললো ৮ লাখ ৮২ হাজার টাকা

সদ্য ক্ষমতাচ্যুত খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার গোপন কক্ষ থেকে ৮ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে জনৈক কর্মচারী ওই গোপন কক্ষের ড্রয়ার খুলে এই টাকা দেখতে পেয়ে পরিষদ চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের জানান। পরে সবার উপস্থিতিতে ওই টাকা জব্দ করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, জেলা পরিষদ চেয়ারম্যানের খাস কামরায় এতো টাকা রাখার কোন সুযোগ নেই। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জানান, সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার রুমে কারো প্রবেশের সুযোগ ছিলো না। টাকা উদ্ধারের ঘটনায় জিডি করা হয়েছে এবং টাকা পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পরিষদের ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে ৭ জুলাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এর একদিন পর মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক পরিপত্রে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: